ঢাকাWednesday , 10 June 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনার প্রভাবে শিক্ষা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে

Link Copied!

ইমদাদুল হক মাসুম,বানিয়াচং–  কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্ধ রয়েছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান। বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে বানিয়াচং এর সকল ছাত্র-ছাত্রীদের মনে।আদোও কি তারা তাদের প্রাণের শিক্ষাঙ্গনে ফিরতে পারবে। সরকার ছাত্র-ছাত্রীদের পড়া লেখার সাথে সম্পৃক্ত রাখতে নিয়েছে নানাবিধ উদ্যোগ। চালু করেছে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম।
তাছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে শ্রেণীভিত্তিক ক্লাসও চালু রয়েছে। কিন্তু তা থেকে সুবিধা ভোগ করছে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী। কারন অনলাইন ক্লাসের জন্য প্রয়োজন ইন্টারনেটের সুবিধাযুক্ত মোবাইল সেট। তাছাড়া ইন্টারনেট ক্রয় করার মত সামর্থ্য নেই অনেক পরিবারের। এমতাবস্থায় চরম বিপাকে পড়েছে এইচ.এস.সি ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
প্রতি বছরের ন্যায় এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে।তাছাড়া অনার্স চতুর্থ বর্ষের ৪-৫ টা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়নি বাকিগুলো। চরম হতাশা কাজ করছে শিক্ষার্থীদের মাঝে।তার উপর অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড খালি হয়ে গেছে। যার ফলে ঐ সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা পড়েছেন দূর্ভোগে। এইচ.এস.সি পরীক্ষার্থী তানিম হোসেন দৈনিক আমার হবিগঞ্জকে জানায়,করোনার কারনে পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে।কলেজ বন্ধ থাকার কারনে অনেক গনিতের সমস্যা সমাধান করতে পারছি না। তাছাড়া ঘর থেকে যে বাহির হয়ে কোন শিক্ষকের সহযোগিতা নিব সেই সুযোগও নেই। পরীক্ষা দেওয়ার সুযোগ হবে কিনা তাও জানিনা। তবে দিন শেষে দুয়া করি আল্লাহ পাক যেন আমাদের একটি সুস্হ পৃথিবীর বুকে আবার একত্রিত করেন। জীবনে বেচেঁ থাকলে অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাব।