ঢাকাFriday , 14 January 2022
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার ভূমিকা অপরিসীম-এমপি মজিদ খান

Link Copied!

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন
বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে তারাই হবে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি।

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নাই। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্ন-কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা অপরিসীম।

শুক্রবার (১৪জানুয়ারি) সকালে বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন নির্মাণাধীন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাঠদান শিক্ষা কার্যক্রম শুভ উদ্বোধন করে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঠদান উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসস সিংহ, কলেজের অধ্যক্ষ দিলপিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং ৪নং দক্ষিন-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া,৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু প্রমুখ।