ঢাকাMonday , 3 October 2022
আজকের সর্বশেষ সবখবর

আমার এমপি’র চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত’র বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ : ৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

Link Copied!

স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমার এমপি ডট কমের চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত’র বিরুদ্ধে মনগড়া ও অসত্য সংবাদ প্রকাশ ও প্রচারের দায়ে ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিয়েছেন সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল কাশেম। সোমবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘ শুনানী শেষে এই নির্দেশ প্রদান করেন তিনি।

গ্রেফতারি পরোয়ানভুক্ত আসামিরা হলেন-হবিগঞ্জের চৌধুরীবাজার খোয়াই মুখ এলাকার আবু লেইছ মিয়ার পুত্র ফজলে রাব্বী রাসেল,নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত ছামিরুজ্জামান চৌধুরীর পুত্র আনিসুজ্জামান চৌধুরী রতন,হবিগঞ্জ জেলার রিচি ইউনিয়নের হাড়িয়াকোনা গ্রামের মৃত মোছাদ্দর আলীর পুত্র সাইদুর রহমান,বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরি ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র মুহিবুর রহমান,হবিগঞ্জের নাতিরাবাদ এলাকার খায়ের উদ্দিন চৌধুরীর পুত্র মাইনুদ্দিন চৌধুরী সুমন ও হবিগঞ্জ শহরের টাউনহল এলাকার মো: আমির আলীর পুত্র জালিলুর রহমান বদরুল।

ছবি : কপি

আসামীগন দীর্ঘদিন ধরে সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ-প্রচার করে আসছিল। পরে সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করলে হবিগঞ্জ এ কর্মরত পিবিআই’র এসআই অভিজিৎ পাল দীর্ঘ তদন্ত শেষে আসামীদের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৬ ও ২৯ ধারায় অভিযুক্ত করেন।

পরে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে বিচারক আবুল কাশেম এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।