ঢাকাSunday , 25 July 2021
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে লকডাউনের ৩য় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি :  আজমিরীগঞ্জে লকডাউনের দ্বিতীয় পর্যায়ের ৩য় দিনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনসহ সেনাবাহিনী। রবিবার (২৫জুলাই) আজমিরীগঞ্জের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
অভিযানে ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনী-পুলিশ-আনসার সমন্বয়ে যৌথবাহিনীর টহল ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো : মতিউর রহমান খান এর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ছিল সেনা ও পুলিশের টিম।

ছবি : আজমিরীগঞ্জে লকডাউনের ৩য় দিনে প্রশাসনসহ যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

জনসচেতনতার পাশাপাশি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ২ জনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ইউএনও মতিউর রহমানের খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ।
এই বিষয়ে ইউএনও মতিউর রহমান খান দৈনিক আমার হবিগঞ্জকে জানান,এলাকায় শতভাগ মাস্ক পরিধান ণিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রশাসন । অপর দিকে সরকারের নির্দেশনা পালনে জনসাধারণকে সচেতন করতে অবিরাম কাজ করে যাচ্ছে প্রশাসনসহ যৌথ বাহিনী।