ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাংসদ এড. আব্দুল মজিদ খান

Link Copied!

শেখ সজীব, বানিয়াচং :  বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।

শুক্রবার (২৪ জুলাই) বানিয়াচং উপজেলার কয়েকটি বন্যাকবলিত ইউনিয়ন পরিদর্শন ও আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠে ১০০’টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

ছবি : বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী তোলে দিচ্ছেন  সাংসদ মজিত খান’সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 

ত্রাণ সামগ্রী বিতরণকালে এমপি মজিদ খান বলেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। আওয়ামী লীগ সরকার সব সময় জনগনের কল্যাণে কাজ করে। আমি জননেত্রী শেখ হাসিনা”র প্রতিনিধি হিসেবে এলাকায় ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর ও ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আমি চাই এলাকার সুখে-শান্তিতে থাকুক। আমরা যেকোনো ধরনের সংকটের মুখোমুখি হতে পারি, কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বন্যার কারণে মানুষের ক্ষতি না হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলী আমজাদ তালুকদার, সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, পিআইও মোহাম্মদ আলী সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।