ঢাকা মেট্টোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (গুলশান) নিউটন দাসের পিতা সুরানন্দ দাস মৃত্যুবরণ করেছেন।
গত ৮ জুলাই (শুক্রবার) সকাল ১১ টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় চিকিসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সুরানন্দ দাস বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের সেকান্দরপুর গ্রামের বাসিন্দা। এর আগে তিনি ব্রেইন স্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি চার পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, নিউটন দাসের পিতা সুরানন্দ দাস মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ও সাধারণ সম্পাদক উপ-পুলিশ কমিশনার (গুলশান) মো. আসাদুজ্জামান পিপিএম (বার) স্বাক্ষরিত এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
নিউটন দাসের পিতা সুরানন্দ দাস মৃত্যুতে হবিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দসহ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাস গুপ্ত।