ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-লাখাই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার
মার্চ ৬, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ লাখাই সড়কের মনতৈল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। রবিবার (৫মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম তুফান (২৪) ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিন এর পুত্র। আহত স্বাধীন (২৫) একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

নিহত নজরুল ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান কার্নিভালে কর্মরত ছিলেন। উপজেলার করাব গ্রামে কাজ শেষে বাড়ির দিকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

সংবাদ পেয়ে লাখাই দেবাশীষ তালুকদার সঙ্গীহ পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

Developed By The IT-Zone