হবিগঞ্জের গোপায়া ইউনিয়নের বরইউড়ি গ্রাম থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বড়ইউড়ি রায়ধর বাজারের ফরিদ মিয়ার চায়ের দোকানে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
আটকৃতরা হলো মৃত আনজব আলির ছেলে শানু মিয়া (৩০),নুর মিয়ার ছেলে শাহিন মিয়া (২৭),আতাব আলীর ছেলে জিলু মিয়া (৩৮)আঃ কাদের তৌহিদের ছেলে মামুন মিয়া (২৫),মৃত মুক্তার মিয়ার ছেলে শাহেদ মিয়া (৫৫),,মৃত মরম আলীর ছেলে আব্দুল লতিফ ওরফে সুজন মিয়া (৩৫)।
আটকৃত সবার বাড়ি গোপায়া ইউনিয়নের উত্তর রায়ধরপুর। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫হাজার ৪শত টাকা ও ৫৮টি প্লেয়িং কার্ড জব্দ করে ডিবি পুলিশ।