হবিগঞ্জে এইচআইভি/এইডস রোগ নির্ণয়, চিকিৎসা, নিয়ন্ত্রণ করা এবং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে সুশীল সমাজ, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও হিজরা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঁধন হিজরা সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মীর সাজিদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেসুর রহমান উজ্জ্বল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) নাজমুল হক কামাল, হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের জেলা কনসালটেন্ট ডাঃ আব্দুর রব মোল্লা, জনতা ব্যাংকের সাবেক এজিএম মোঃ বদর উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা বেগম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সহকারী সমিতির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা আক্তার শাম্মী, হিজরা জনগোষ্ঠীর প্রতিনিধি সুমনা আক্তার, ভারতী সিকদার প্রমূখ।