হবিগঞ্জ জেলাবাসীর জন্য আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে হাইটেক পার্ক এর প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সদর উপজেলার রিচি গ্রামে শেখ কামাল আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এর প্রকল্পের প্রস্তাবিত স্থানটি শুক্রবার (২২জুলাই) সকাল ১১ টার সময় প্রতিমন্ত্রী পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি বিকর্ণ কুমার ঘোষ, জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার শৈলন চাকমা, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনাতুল নাঈম, সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী।
এসময় প্রতিমন্ত্রী বলেন, উক্ত আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার চালু হলে হবিগঞ্জ জেলায় দক্ষ জনশক্তি সৃষ্টি হবে ।