ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের মাধবপুরে বেশী দামে পেঁয়াজ বিক্রি, দুই ব্যবসায়ীকে ১০ (দশ) হাজার টাকা জরিমানা

অনলাইন এডিটর
মার্চ ২০, ২০২০ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

পিন্টু অধিকারী, মাধবপুর প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাধবপুর বাজারে বৃহস্পতিবার (১৯ই মার্চ) ভ্রাম্যমান আদালত এক অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন।

ছবিঃ ভ্রাম্যমান আদালতের অভিযাব চলাকালীন সময়ে; ফটোগ্রাগার-আমার হবিগঞ্জ টিম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর পৌর শহরে পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ সময় অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেঁয়াজের আড়তদার লক্ষী ট্রেডার্স ও মাধবপুর ট্রেডার্সকে ১০ (দশ) হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া পেঁয়াজের দাম বেশি না রাখার জন্য ও ব্যবসায়ীদের সর্তক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, পাইকারি ৪৫ টাকা ও খুচরা ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন। কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

Developed By The IT-Zone