ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের চুনারুঘাটে মাঝ রাতে সুন্নি জনতার মিছিল

অনলাইন এডিটর
মার্চ ২৭, ২০২০ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

দৈনিক আমার হবিগঞ্জ রিপোর্ট।। গুজবের জেলায় পরিণত হয়েছে হবিগঞ্জ জেলা। শহরের প্রতিটি মসজিদ থেকে মহান আযানের ধ্বনি’তে আতংকিত হয়ে উঠেছে পুরো জেলাবাসী।

আমাদের হবিগঞ্জ সদর প্রতিনিধি জানিয়েছেন, হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে  রাত ১০টা থেকে হটাৎ একযোগে মাইকে শোনা যাচ্ছে আযানের  ধনি, এ নিয়ে সাধারণ মুসলমানদের মনে বিভিন্ন প্রশ্ন জাগতেছে, হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া মাইকে আযান, এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন এর কোন ঘোষণা পাওয়া যায়নি। এ বিষয়ে কোন কোন মসজিদের মাইকে ইসলামী ফাউন্ডেশন এর ঘোষণা বলে প্রচার করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ চলছে প্রচুর সমালোচনা । আবার কোন মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বলা হয়, অন্য মসজিদে দিতেছে , তাই আমরা দিচ্ছি। এ বিষয়ে হবিগঞ্জের শীর্ষ আলেম এবং হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী সাহেবের সাথে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

ছবিঃ মাঝ রাতে আম জনতার মিছিলের ছবির একাংশ।

তাছাড়া আমাদের চুনারুঘাট প্রতিনিধি জানান, চুনারুঘাটে মাঝ রাতে সকল মুসলিম জনতা একত্র হয়ে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় মিছিল নিয়ে বের হয়েছে হাজারো মানুষএবং করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিটি মসজিদে ও বাড়িতে আজান দেওয়া হচ্ছে।

এই বিষয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেল এএসপি’র সাথে ফোন করলে তিনি চুনারুঘাট ওসি’র সাথে কথা বলতে বলেন। সেই অনুযায়ী চুনারুঘাটের ওসি’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, মিছিলের খবর তিনি জানেন। এলাকার কিছু আমজনতা মিছিল করেছে; তিনি খোঁজ নিচ্ছেন। গোয়েন্দা অফিসাররা কাজ করছেন, অচিরেই জানা যাবে কে এই মিছিলের উদ্যোক্তা।

Developed By The IT-Zone