ঢাকামঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে-এমপি আব্দুল মজিদ খান

দৈনিক আমার হবিগঞ্জ
জানুয়ারি ৫, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

তানজিল হাসান সাগর :   হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়।

ছবি : প্রধান অতিথি এমপি আব্দুল মজিদ খানকে সম্মাননা স্মারক তোলে দিচ্ছেন টুর্ণামেন্ট’র প্রধান পৃষ্টপোষক ইকবাল হোসেন খান

নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাদকসেবীরা। মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে। তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও সেবন ছাড়তে হবে। স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।
মঙ্গলবার (৫জানুয়ারি) বিকেলে বানিয়াচং এল আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইকবাল হোসেন খান ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান উপরোক্ত কথাগুলো বলেন।

ছবি : ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দিচ্ছেন প্রধান অতিথি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ

তিনি আরো বলেন, খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে। তাই মাঠে নামতে হবে, খেলতে হবে। অনেক ছেলেমেয়েকে দেখি আইপড, ল্যাপটপে ভিডিও গেমস নিয়ে মেতে থাকে। কিন্তু ঘরে বসে স্রেফ আঙুলের ব্যায়াম করলে তো হবে না। এই শক্তিটা মাঠে ব্যয় করা উচিত। কারণ খেলাধুলা শুধু সুস্থতাই দেয় না, সুখও দেয়। আমরা পুরো জাতি খেলোয়াড় হতে পারব না। কিন্তু একটা সুখী জাতি তো আমরা হতেই পারি। ধন্যবাদ সবাইকে ভাল থাকুন সুস্থ থাকুন আজকে যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। এবং যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতি রহিল শুভ কামনা ।

ছবি : ফাইনাল খেলায় রানার্সআপ দলের হাতে ট্রফি ‍তোলে দিচ্ছেন অতিথিবৃন্দ

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় প্রথমরেখ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে দীঘিরপাড় সুপার এলিভেন।
জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আলম রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সমাজ সেবক রেজাউল মুহিত খান, ফজল উল্লাহ খান, আরফান উদ্দিন, এমদাদুল হক শাহীন, এ জেড এম উজ্জ্বল প্রমুখ।

 

Developed By The IT-Zone