ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সুন্দর জাতি গঠনে মা’দের ভুমিকা অপরিসীম : মোতাচ্ছিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
মার্চ ১৩, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন,মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে বন্ধুর মত।

সুন্দর জাতি গড়তে হলে প্রথমে ভুমিকা রাখতে হবে মা’দেরকে। মা’দের ভুমিকা ছাড়া একটি জাতি কখনো চুড়ান্ত শিখরে পৌছতে পারে না।

মোতাচ্ছিরুল ইসলাম সোমবার (১৩মার্চ) মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা ও শিক্ষার গুনগত মান উন্নয়নে পৌরসভার রামচরণ ও আবাসিক টাউন মডেল কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা আপনাদের সন্তানকে সঠিক সময়ে পরিস্কার পরিছন্ন করে বিদ্যালয়ে পাঠাবেন। শিক্ষক/শিক্ষিকা বৃন্দ সঠিক শিক্ষার মধ্যে দিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিখরে নিয়ে যাবেন। সুন্দর জাতি গঠনে মায়েদের ভুমিকা অপরিসীম। শিক্ষার কোনো বিকল্প নেই।

সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। সমাবেশে বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক/শিক্ষিকা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Developed By The IT-Zone