চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের গাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি লুৎফুর রহমান তালুকদার এমরান কে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ।
এমরান উপজেলার গাজিপুর ইউনিয়নের চেগানগর গ্রামের আনোয়ার মিয়ার পুত্র এবং গাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি।
এলাকাবাসী জানান,দীর্ঘদিন ছাত্রলীগ সভাপতি থাকা কালে এমরান সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনসহ রামরাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে টু শব্দ করার সাহস কারো নেই।

ছবি : মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আটক ছাত্রলীগ নেতা এমরান এর ফাইল ছবি
পুলিশ জানায়,গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা এমরানের বিরুদ্ধে খনিজসম্পদ অধিদপ্তরের মামলা নং ৭৫/১৮ এর ওয়ারেন্ট ছিল। তাছাড়া তার বিরুদ্ধে বাল্লা সীমান্তে মাদকসহ বিভিন্ন অপরাধের সহযোগীতা করার মৌখিক অভিযোগ রয়েছে।