বিদ্যুৎতের খুঁটি হেলে পরায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷ পুনঃস্থাপনের দাবি এলাবাসীর। হবিগঞ্জ সদর উপজেলার দিগলবাগ গ্রামের ফকির হাটি মহল্লায় রাস্তার পাশে খালের উপর বসানো হয় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎতের খুঁটি, ঐ খুটি থেকে বেশ কয়েকটি সংযোগের লাইন যায় বিভিন্ন বাড়িতে। কিছু দিন পূর্বে ভারী বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎতের খুঁটিটির মাটি সরে পার্শবর্তী মোঃ চনু মিয়ার টিনের ঘরের চালের উপর হেলে পরে।
উক্ত খুঁটির উপর ট্রান্সমিটার থাকায় ইহার ভারে সংযোগের মিটার গুলো ছিঁড়ে যাওয়া ও বিদ্যুৎতের খুঁটিটি পরে গেলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
এতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে আশেপাশের মানুষের। এতে ট্রান্সমিটারসহ সরকারের ও বিভিন্ন ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর দপ্তর কারিগরি) প্রকৌশলী মামুন মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা জায়গাটিতে আমাদের লোক পাটিয়ে দ্রুত মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব।