শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ ২য় পর্ব আন্তঃজেলা (সিলেট বিভাগ)-এ কৃতিত্ব অর্জন করেছে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা গেছে, ৮০০ মিটার দৌড়ে ওই বিদ্যালয়ের ছাত্র আমির উদ্দিন শিমুল, ১০০ মিটার চিৎ সাঁতারে শহিদুল ইসলাম লামিম, ১৫০০ মিটার দৌড়ে ছাত্রী রুমি আক্তার এবং ২০০ মিটার দৌড় ও লং জাম্পে লুবনা আক্তার বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।
উল্লেখিত ৪ জনসহ বানিয়াচং উপজেলার ১৭ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে বিভাগীয় পর্যায়ে ১ম ও ৬ জন ২য় স্থান অর্জন করেছে বলে জানা গেছে। তবে অন্যদের নাম এবং কে কোন স্কুলের শিক্ষার্থী তা জানা সম্ভব হয়নি।