এফ এম খন্দকার মায়া।। হবিগঞ্জেের জেলা প্রশাসক কামরুল হাসান শুদ্ধাচার নীতিমালা ২০১৭ অনুযায় ২০১৯-২০২০ অর্থবছরে বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার এর জন্য প্রথম স্থানে মনোনীত হয়েছেন।
জানা যায় ১৮ই জুন বৃহস্পতিবার ২০২০ইংরেজী তারিখে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি এর সাক্ষরিত পত্রে এই পুরস্কারে মনোনীত হওয়ায় কথা প্রকাশ করেন।

ছবি : হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক কামরুল হাসান মহোদয়ের ফাইল ছবি
এ বিষয়ে জেলা প্রশাসনের বিভিন্ন মহন জানান হবিগঞ্জ ন্যায় একজন নিষ্ঠাবান,দায়িত্বশীল ও কর্মবীর কর্মকর্তার নেতৃত্বে হবিগঞ্জ জেলা প্রশাসন হবিগঞ্জবাসীর উন্নয়নে সরকারের সকল নিদের্শনা বাস্তবায়নে সফলতার কার্যক্রম অব্যাহত। আমরা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্যারের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।

ছবি : শুদ্ধাচারে মনোনীত হওয়ার স্বাক্ষরিত পত্র
উল্লেখ্, হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান যোগদানের পর হতে হবিগঞ্জ বাসীর উন্নয়ন ও শান্তির লক্ষ্যে অভিরাম কাজ করে যাচ্ছে।এই মহামারিতেও তিনি বসে ছিলেন না।কর্মকর্তা ও সাথীদের নিয়ে লড়াই করে যাচ্ছেন করোনা জয় যুদ্ধে। ইতিমধ্যে তিনি করোনা আক্রান্তও হয়েছিলেন । সর্বোপরি তিনি হবিগঞ্জবাসীর মনোকৃষ্ট করতে সক্ষম হয়েছেন।