ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

মুহিন শিপন,শায়েস্তাগঞ্জ
জুন ৮, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮জুন) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইয়াসিন আরাফাত রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি প্রসিকিউটর সজীব রায়। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক লোক অংশ নেন।

Developed By The IT-Zone