ঢাকাবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৮, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকা থেকে বিপুল পরিমান জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় অনুমোদনবিহীন ক্যামিকেল মিশ্রন, ফ্রিজে কাঁচাবাসি খাবার সংরক্ষন, বাসি খাবার বিক্রয়সহ নানা অপরাধে নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

Developed By The IT-Zone