মুহিন শিপনঃ শায়েস্তাগঞ্জে বাস-টমটমের মুখোমুখি সংঘর্ষে আবেদ আলী সোহাগ (১৮) নামে ১ ব্যক্তি মারা গেছে।
শুক্রবার (২৬ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হবিগঞ্জ – শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের ১টি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরে আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ছবি : দুমড়ে-মুচড়ে যাওয়া টমটম ও বাস
এতে ঘটনাস্থলেই টমটমের যাত্রী আবেদ আলী সোহাগ নিহত হয়। নিহত আবেদ আলী সোহাগ চুনারুঘাট উপজেলার হাসারগাও গ্রামের আব্দুল আজিজের ছেলে। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার আবদুল মনাফের ছেলে টমটম চালক শাহাব উদ্দিন (১৮)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করেন।