শহরে বকেয় বিল ও অবৈধভাবে বিদ্যূৎ ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ৮টি মামলায় ১২লাখ টাকা জরিমানা করা হয়। শহরের বদিউজ্জামান খান সড়ক,কালিগাছতলা,নাতিরাবাদ,জালালাবাদসহ বিভিন্ন এলাকায় বকেয়া এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হয়।
সোমবার (১৩জুন) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যুগ্ম ও দায়রা জজ মো: আনোয়ারুল হক। অভিযানের সময় সাথে ছিলেন উপ সহকারী প্রকৌশী ইমাম হোসেন,সুব্রত শীল,মো: মনিরুল ইসলাম,চাঁদনী আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অভিযানে যুগ্ম দায়রা জজ মো: আনোয়ারুল হক বলেন,যারা বিদ্যুৎ চুরি ও বকেয়া বিল রাখবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সবাইকে অবৈধ বিদ্যুৎ না জ্বালিয়ে এবং বকেয়া বিল পরিশোধ করে সরকারের কাজে সহযোগীতা করার অনুরোধ জানান। সদর থানার একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।