ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ৭ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ

এম এ রাজা
মার্চ ১৪, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

লাখাইয়ে জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ৭জন জুয়াড়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।

সোমবার (১৩ মার্চ) রাত প্রায় দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই উপজেলার ৭ নং বুল্লা ইউনিয়নের গোয়াকড়া কাদির মিয়ার ধানের খলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো তাজুল ইসলাম ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৫), নোয়াব আলী ছেলে মানিক মিয়া (৪৫), মৃত ফজল মিয়া ছেলে মোঃ সোহেল (২৫), রইছ আলী ছেলে খলিল ‍মিয়া (৩০),আটকৃত সবার বাড়ি লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকড়া গ্রামে। একই উপজেলার বোমাপুর গ্রামের বাসিন্দা মৃত সুজন আলীর ছেলে মোঃ পলাশ (৩৮) মৃত লাল মিয়ার ছেলে মোঃ আফরোজ মিয়া (৫২), ও মৃত আঃ রহমানের ছেলে মোঃ মুর্শিদ মিয়া ৩৫) উভয়ের বাড়ি সদর উপজেলার দক্ষিণ রাম কান্দি গ্রামে।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৮শ টাকা ও ১১২টি প্লেয়িং কার্ড জব্দ করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের দাবি অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাতনামা জুয়াড়ী পালিয়ে যায়।

Developed By The IT-Zone