হবিগঞ্জ লাখাই রোডের কলিমপুর নামক স্থানে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১ জন । এই ঘটনায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সদর থানার এসআই পলাশ জানান,নিহত মহিলার বয়স আনুমানিক ৪০ হবে। বাকিদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরবর্তী সময়ে ট্রাক্টর আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।