“লাখাইয়ে মোড়াকরি হাই স্কুল এ্যান্ড কলেজে ৩বছরেও আসেনি ১৯৮ জন শিক্ষার্থীর সার্টিফিকেট, বিপাকে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা” শীর্ষক শিরোনামে গত ২৮ ফেব্রুয়ারী দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অনলাইন ও প্রিন্টভার্সনে সংবাদ প্রকাশের পর গত বুধবার (৮মার্চ) সেই স্কুলের ১৯৪ জন শিক্ষার্থীর এসএসসি সার্টিফিকেট পেল স্কুল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে অত্র হাইস্কুল ও কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ১৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৪ জন শিক্ষার্থীর সার্টিফিকেট সিলেট বোর্ড থেকে নিয়ে আসছি, বাকী ৪টি সার্টিফিকেট রোলত্রুটি জনিত কারনে আসেনি।
শীঘ্রই সমস্যা সমাধান করে নিয়ে আসব। এছাড়াও গতকাল বৃহস্পতিবার (৯মার্চ)সার্টিফিকেট বিতরণ শুরু হয়েছে । সার্টিফিকেট হাতে পেয়ে খুশিতে আত্নহারা অত্র স্কুলের শিক্ষার্থীরা।
সার্টিফিকেট হাতে পেয়ে একাধিক শিক্ষার্থী বলেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের ১১দিন পর আমরা এসএসসি সার্টিফিকেট দ্রুত সময়ের মধ্যে পেয়েছি।
আমরা অত্র পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখন মন ভরে চাকরির পরীক্ষায় আবেদন ও অংশগ্রহন করতে পারব। প্রয়োজন অনুসারে সার্টিফিকেট ব্যবহার করতে পারব।