ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিএনপি সভাপতির বিরুদ্ধে কোটি টাকার সরকারী অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগ

আতাউর রহমান ইমরান
মার্চ ৬, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

লাখাই উপজেলায় ইউনিয়ন বিএনপি’র এক সভাপতির বিরুদ্ধে সরকারী মালিকানাধীন হিন্দু জমিদার পরিবারের অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে।

লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু ও তার বোন লাখাই রুহিতনশী এলাকার জমিদার শ্যামাচরণ দাস চৌধুরী ও অম্বিকা চরণ দাস চৌধুরী, মতিলাল দাস চৌধুরী ও শিবচরণ দাস চৌধুরীর মালিকানাধীন বাড়ি ও সহায় সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে তথ্য পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, শ্যামাচরণ দাস চৌধুরী ও তার পরিবারের বসত বাড়ি হিসেবে ব্যবহৃত বিশাল আকৃতির সুরম্য প্রাসাদ টি অনাদর অবহেলায় অযত্নে পড়ে আছে। এ অট্টালিকার একটি কক্ষে খাদ্য বিভাগের কর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু অন্যান্য অংশে বিএনপি নেতা খসরু মিয়া তালা লাগিয়ে রেখেছেন।

সুন্দর এ পর্যটক আকর্ষণের ভবনটি কেউ পরিদর্শনে এলে এখানে ঢুকতে দেয়া হয় না। উপরন্তু খসরু ও তার পরিবারের লোকজন খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।

জমিদার পরিবারের বিশাল পরিমাণের ফসলী জমি সরকারি মালিকানায় থাকলেও তা অবৈধভাবে খসরু গং ভোগ দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ছবি : দখলকৃত বাড়ি

জানা যায়, ওই জমিদার পরিবারের মালিকানাধীন লাখাই উপজেলার বামৈ মৌজায় অবস্থিত ৪১, ২০১, ৩১০, ৩৪৮, ৩৪৯, ৩৬২, ৩৬৮, ৩৭১, ৩৮৩, ৩৮৪, ৩৮৫, ৩৮৬, ৩৮৭ নং আরএস দাগে মোট ৭ একর ৭৭ শতক, রুহিতনশী মৌজায় ৪১১০, ১৮৮০, ২৭৯৬, ২৭৯৮, ২৭৯৯, ২৯৩৮ এসএ দাগে ৪ একর ৭৩ শতক, একই মৌজায় ২৯৩৭, ২৯৩৯ এসএ দাগে বাড়ি ও পুকুর সহ ১ একর ৬৭ শতক, একই মৌজায় ৪৬৭ এসএ দাগে ৯ একর ২ শতক, ওই মৌজায় ১৮০৪, ১৮০৫, ১৮০৬, ১৮০৭ এসএ দাগে ২ একর ৬৩ শতক জমি অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য হয়ে ১/১ খতিয়ানে সরকারি মালিকানা ভুক্ত হয়।

এ সম্পত্তি সহ আরো সম্পত্তি আত্মসাতের জন্য কোন ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত দলিল ছাড়া সাধারণ কাগজে অসমর্থিত স্বাক্ষর ও বায়না পত্র দেখিয়ে, কোন ক্ষেত্রে দলিল পত্র সৃজন করে ওই জমির মালিক দাবি করে অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল মামলা নং ৪০০/২০১৩, ১৪৮/২০১৩, ৩৯৮/২০১৩, ৩৯৯/২০১৩, ১০৭৯/২০১৬ সহ আরো কয়েকটি মামলা করেন বিএনপি নেতা খসরু ও তার বোন।

ওই জমিদার পরিবারের সদস্যরা দেশভাগের পর ১৯৫৭ সালের দিকে দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ায় তাদের অনুপস্থিতিতে মামলা পরিচালনার লোক না থাকায় ওই মামলা গুলিতে খসরু গং জয়লাভ করেন।

খসরু গং এর পক্ষে রায় হওয়ার পর সরকার পক্ষ আপীল করেন। তবে মামলা সঠিক পরিচালনার অভাবে স্থায়ীভাবে বেহাত হয়ে যেতে পারে ওই সম্পত্তি বলে আশঙ্কা প্রকাশ করেন উপজেলার অনেকেই।

প্রায় ২০ থেকে ৩০ একর ফসলি জমি ও বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা হবে ইতিমধ্যেই খসরু গং আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোস্তফা কামাল খসরুর সাথে যোগাযোগ করা হলে তিনি এ সম্পত্তির মালিক বলে দাবি করেন, এর বাইরে কোন তথ্য দিতে রাজি হননি।

এ বিষয়ে মামলার অন্যতম বিবাদী লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবনিযুক্ত মনিষা রানী কর্মকার জানান, এ ব্যাপারে বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।

Developed By The IT-Zone