লাখাইয়ে বন্যার পানির স্রোতে ধসে গেছে ব্রীজ। খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের উওর পাশে ইটভাটার পশ্চিমে মোড়াকরি গ্রামের বাজারে যাওয়ার প্রবেশ দ্বার ব্রীজটি বর্তমান সৃষ্ট বন্যার পানির স্রোতে ব্রীজের দু পাশের মাটি সরে পরায় ব্রীজটি সম্পূর্ণ ভাবে ধসে গেছে।
ঐ ব্রীজের উপর দিয়ে প্রতিদিন মোড়াকারি স্কুল এন্ড কলেজে ছাত্র/ ছাত্রী সহ মোড়াকরি বাজারমুখী জনসাধারন যাতায়াত করতে পারছেন না। এ ব্যাপারে মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি। অপরদিকে মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের নিকটবর্তীএকটি ব্রীজের দু পাশের সংযোগ সড়ক বন্যার পানির স্রোতে ভেঙ্গে গেলে ঐ ব্রীজটি দক্ষিন দিকে হেলে পড়েছে ফলে কালাউক সদরের সাথে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি লাখাই উপজেলার প্রকৌশলী কে বলে দিয়েছি প্রদক্ষেপ নেয়ার জন্য। এ সংক্রান্ত বিষয়ে লাখাই উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বন্যার পরবর্তী সময়ে আগামী সমন্বয় বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেনের জন্য জরুরী ভিওিতে উদ্যোগ নেব