লাখাই উপজেলার বিভিন্ন হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় লাখাই উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন ।
গত শুক্রবার (১৭জুন) বিকেলে লাখাই উপজেলার বুল্লা ও লাখাই ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এ সময় সঙ্গে ছিলেন লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নুর।
নির্বাহী কর্মকর্তা জানান, হঠাৎ টান ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পানির কারণে লাখাই উপজেলার হাওড়সহ বিভিন্ন জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে।
এমতাবস্থায় লাখাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন উপজেলার বুল্লা ইউনিয়ন, লাখাই ইউনিয়নের হাওড়াঞ্চলে পানি বৃদ্ধির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূর উপস্থিত ছিলেন। যেকোন দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন সজাগ আছে। সবাইকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।