চলমান বন্যায় লাখাই উপজেলার একমাত্র বামৈ পশুর হাটের ৭০ শতাংশ জায়গা পানিতে তিলিয়ে যাওয়ায় হাট বসানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফলে বাজারে পশু কেনা-বেচা নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে বাজারের ইজারাদার মোঃ জুয়েল বলছেন, হাটের শুকনো অংশ ও মেইনরোডের কিছু অংশে হাটবসানোর পরিকল্পনা রয়েছে।
আগামী মঙ্গলবার থেকে ৫দিন ব্যাপী একটানা চলমান থাকবে। এছাড়াও হাটের প্রস্তুতি চলছে, হাট পানিতে তলিয়ে যাওয়ায় আমাদের লোকসানের সম্ভাবনা বেশি বলেও উল্লেখ করেন ইজারাদার।
জামাল নামে এক পাইকার জানান, ৩টি ষাড় গরু সাড়ে ১০লক্ষ টাকা দিয়ে কিনেছি, হাট তলিয়েগেছে পানিতে, তবে লাভের ছেয়ে লোকসানের সম্ভাবনা বেশি।
রাহাত ডেইরী ফার্মের মালিক জানান, আমি ৮টি গরু প্রস্তুত করছি, তবে বন্যার প্রভাবে দাম কম বলছে ক্রেতারা । মোজাম্মিল নামে এককৃষক জানান, হাট পানিতে তলিয়ে গেছে তা নিয়ে আমরা দুশচিন্তায় আছি, হাটটি অন্যজায়গায় স্থানান্তর করলে গরুর সঠিক দাম পাব ।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন জানান, উপজেলায় কোরবানীযোগ্য ৪৫২৮টি পশু প্রস্তুত রয়েছে, এদের মধ্যে গরু ৪২৬১টি, মহিষ-ছাগল -ভেড়া ২৬৭টি। হাটে মেডিকেল টিম থাকবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, হাট স্থানান্তরের বিষয়ে ইজারাদার কর্তৃপক্ষ বলে নি, বললে ঊর্ধতন কর্মতাদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।