ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে তহসিলদার সত্যন্দ্র চন্দ্র দাশের বিরুদ্ধে একের পর এক ঘুষ ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৬, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সত্যন্দ্র চন্দ্র দাশের বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও দুর্নীতির অভিযোগ ওঠেছে।

এ ব্যাপারে গত ২৩ জানুয়ারি বামৈ গ্রামের মৃত মোজাফর মিয়ার ছেলে আব্দুল আহাদ নামে এক ব্যাক্তি হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, বামৈ ভূমি অফিসের তহসিলদার সত্যন্দ্র চন্দ্র দাশ ও সহকারী রিপন সিংহের কাছে গত ১৯ জানুয়ারী আব্দুল আহাদের ব্যবসা প্রতিষ্ঠানের সেক্রেটারি লায়েছ মিয়ার মাধ্যমে এলাকার মসজিদের জমির ভূমি উন্নয়ন কর দিতে পাঠান।

তহসিলদার সত্যেন্দ্র নগদ ২৬ হাজার টাকা দাবি করেন। এক পর্যায়ে আলোচনা ক্রমে ৬ হাজার টাকা দিতে বলেন তিনি। তখন ৬হাজার টাকা তহসিলদারের হাতে দেয়া হয়। কিন্তু দুঃখের বিষয় কর দাখিলায় ৩৬৭ (তিনশত সাতষট্রি) টাকা আদায় হয়েছে দেখানো হয়। পরবর্তীতেআব্দুল আহাদ বিষয়টিতে আপত্তি করায়বিভিন্ন লোকজনের মাধ্যমে সত্যেন্দ্র নিষ্পত্তি করার চেষ্টা করেন।

এর আগে আরেকটি অভিযোগ থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর উপজেলার মুড়াকরি গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য বামৈ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সত্যেন্দ্র চন্দ্র দাসের নিকট যান। এ নিয়ে অনেক আলোচনার এক পর্যায়ে সত্যেন্দ্র তাকে নিয়ে অন্য একটি রুমে যান।

একপর্যায়ে তিনি আব্দুল আউয়াল এর নিকট ২৬ হাজার টাকা দাবি করেন। আব্দুল আউয়াল এর নিকট থেকে সত্যেন্দ্র শেষ মেষ ১৩ হাজার টাকা নিয়ে রফা করেন। তবে ১৩ হাজার টাকা নিলেও আব্দুল আউয়ালকে ৪ হাজার ৮ শত ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে বলে ভূমি উন্নয়ন করের রসিদ প্রদান করে বিষয়টি অন্য কাউকে না বলার জন্য বলেন।

এ সময় সত্যেন্দ্র হুমকি দিয়ে আব্দুল আওয়াল কে বলেন যদি তিনি বিষয়টি কাউকে জানান তবে আব্দুল আউয়ালের অন্যান্য জমির ভূমি উন্নয়ন কর নেটের মাধ্যমে ৪ গুণ বেশি পরিশোধ করতে হবে।

পরে গত ১৮ ডিসেম্বর মোঃ আব্দুল আউয়াল বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট সত্যেন্দ্র চন্দ্র দাসের দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিষয়ের লিখিত অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মোঃ কামরুজ্জামানের কার্যালয়ে গত ২৭ ডিসেম্বর এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত বামৈ ইউনিয়ন ভুমি অফিসের তহসিলদার সত্যন্দ্র চন্দ্র দাশ বলেন, এসব আমি কিছু জানি না, এ সব মিথ্য অভিযোগ। এব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান আমার হবিগঞ্জকে জানান, একটি সম্মেলনে অংশ গ্রহন করতে আমি ঢাকায় আছি , আপনি অফিসে যোগাযোগ করুন।

Developed By The IT-Zone