ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে খেয়াঘাট দখলের পাঁয়তারা : উপার্জন হারানোর আশংকায় রবিদাস সম্প্রদায়।

আতাউর রহমান ইমরান
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

লাখাই উপজেলার বুল্লা বাজারের নিকট সুতাং নদীতে স্থানীয় রবিদাস সম্প্রদায়ের পরিচালিত শতবর্ষী একটি খেয়া ঘাট বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ এর নিকট থেকে ইজারা নেয়া হয়েছে বলে খেয়া পারাপার দখলে নেয়ার পায়তারার অভিযোগ উঠেছে।

ওই খেয়া ঘাটটি পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা আবু লাল রবি দাস এবং সুজন রবি দাসের পরিবারসহ চারটি পরিবারের মাধ্যমে বংশানুক্রমে পরিচালিত হয়ে আসছে।

সরকারি বিধি মোতাবেক ইঞ্জিন বিহীন নৌকার নৌ রুট পারমিট না লাগলেও ওই রবিদাস সম্প্রদায় খেয়াঘাট পরিচালনা করতে ওই রবিদাস সম্প্রদায়ের নৌ রুট পারমিট নিতে হবে বলে দাবি করেন ওই নৌরুটের ইজারাদার গিয়াস উদ্দিন।

রবিদাস পরিবারগুলির আপত্তির মুখে বিষয়টি তদন্তের শুনানীর জন্য লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা ৬ ফেব্রুয়ারি তার কার্যালয়ে উভয় পক্ষকে ডাকেন। বিষয়টি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখ ধার্য হয়।

সম্প্রতি উপজেলার পূর্ববুল্লা গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি মেসার্স গিয়াস উদ্দিন এন্টারপ্রাইজ এর এমবি আবরার নৌপরিবহনের নামে ‘বুল্লাবাজার মসজিদ ঘাট (বাঁশ বাজার ঘাট) থেকে আদমপুর নৌপথ’ এ চলাচলের রুটপারমিট ১ ফেব্রুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিকট থেকে ইজারা নেন।

বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মোঃ আবু ছালেহ কাইয়ুম স্বাক্ষরিত ওই ইজারা আদেশে রাজঘাট টমটমস্ট্যান্ড খেয়াঘাট নামে পরিচিত ওই খেয়াঘাট সহ বুল্লাবাজার মসজিদঘাট (বাশবাজারঘাট), ভরপুর্ণী, নুরপুর, মাদনা ও আদমপুর নৌকা ঘাট অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারি বিধি মোতাবেক ওই সকল নৌকা ঘাট থেকে পরিচালিত ইঞ্জিন চালিত নৌকা নৌ রুট ইজারার আওতাভুক্ত রয়েছে। রবিদাস পরিবার গুলির পক্ষ থেকে আবুলাল রবি দাস ও সুজন রবিদাস জানান, খেয়া ঘাটতিতে তারা বংশানুক্রমিকভাবে ইঞ্জিন বিহীন কোষা ও ডিঙ্গি নৌকায় স্থানীয় কৃষক ও পথচারীদেরকে সুতাং নদীর এপার থেকে ওপারে পার করেন।

এ খেয়া ঘাটটির আয়ে তাদের সংসার অনেকাংশে নির্ভরশীল। কোন জমি জমা না থাকায় খেয়া ঘাটটি হাতছাড়া হলে উপার্জন হারিয়ে পথে বসবেন তারা।

বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন সুজন জানান ইউনিয়ন পরিষদ থেকে ও তারা ওই খেয়া ঘাটটি পরিচালনার জন্য রবিদাস পরিবারটিকেই দায়িত্ব দিয়েছিলেন।

এ ব্যাপারে ওই নো রুটের ইজারাদার গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি কর পরিষদ করে বিধি মোতাবেক তিনি ওই নৌ রুট টি ইজারা নিয়েছেন। বিধি মোতাবেক ইজারাদার হিসাবে তার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়েছেন।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি এখনো তদন্তাধীন। একটি পক্ষ কাগজপত্র সাবমিট করার জন্য সময়ের আবেদন করেছেন। কাগজপত্র দাখিল করলে বিষয়টি পর্যালোচনা পূর্ব আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে এ প্রতিবেদক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিধি মোতাবেক ইঞ্জিনবিহীন নৌকা চলাচলের ক্ষেত্রে নৌ রুট ইজারা কার্যকর হবে না। এ ধরনের নৌকা চলাচল ইজারার আওতার বাইরে থাকবে।

Developed By The IT-Zone