লাখাইয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জুন) লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদফতর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশারফ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতর অতিরিক্ত উপ-পরিচালক নয়নমণি সূত্রধর, তেলজাতীয় ফসল উৎপাদন ও সংরক্ষন প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ ফরহাদ মিয়া।প্রধান অতিথি মোশারফ হোসেন খান বলেন প্রতিটি অনাবাদী ও পতিত জমি চাষের আওতায় আনতে হবে।
ক্রমবর্ধমান জনসংখ্যার অনুপাতে উৎপাদন বাড়াতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের কোন বিকল্প নেই। নতুন এই প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের উৎপাদন বৃদ্ধির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্মরনকালের এ বন্যা পুনর্বাসনে কৃষকদের সহযোগীতার আশ্বাস দেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন কৃষি অফিসার শাকিল খন্দকার, উপ-সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য। এই প্রশিক্ষণে উপজেলার ৬ টি ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।