তারেক হাবিব, প্রধান প্রতিবেদক॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরুর বিরুদ্ধে সরকারী বরাদ্দকৃত ত্রাণ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দেওয়ায় লকডাউনে ঘরে আটকে থাকা সাধারণ মানুষের জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ দেয় সরকার। কিন্তু ওই চেয়ারম্যান সরকারী ত্রাণ সামগ্রীর সুষ্ঠ বিতরণ না করে নিজেই আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ২০ এপ্রিল রবিবার জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়নের হামিদপুর গ্রামের আখলাছ আহমেদ প্রিয় নামে এক সংবাদকর্মী।
অভিযুক্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু বিষয়টি সম্পূর্ন অস্বীকার করে জানান, ‘অভিযোগকারী প্রিয় সাংবাদিক নামের কলঙ্ক, সে সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। তার অভিযোগের প্রেক্ষিতে যদি আমার নামে কোন নিউজ হয় তাহলে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। মূলত সে আমার কাছে নিয়ম বর্হিভূতভাবে চাঁদা হিসেবে ১০ বস্তা ত্রাণ চেয়েছিল। আমি তার কথামতো চাঁদা দেইনি বলে সে আমার ক্ষতি করার চেষ্টা করছে এবং মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। আমি ৯ জন মেম্বারের তালিকা অনুযায়ী ৩ হাজার ৩’শ ৬৪ জনের নাম উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে প্রেরণ করে চাল বিতরণ করেছি’।
এ ব্যাপারে অভিযোগকারী সংবাদ কর্মী আখলাছ আহমেদ প্রিয়-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চেয়ারম্যান সাহেবের পেটে ব্যাথা শুরু হইছে, তাই সে এখন আবুল-তাবুল বকতাছে। আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি; তদন্তকালে আমি এর সত্যতা প্রমাণ করব’।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি, আমি অফিসের বাহিরে আছি কাল বিষয়টি দেখব। অপরাধী যেই হোক তার ব্যাপারে কোন ছাড় নেই, তদন্ত করে দোষী প্রমাণিত হলে শাস্তি তাকে পেতেই হবে’। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোটে আলমগীর চৌধুরী জানান, বিষয়টি এখনো শুনিনি। প্রশাসনিক কোন প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।