মুহিন শিপনঃ চুনারুঘাটে র্যাবের অফিসার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শেখ কামাল হোসাইন (৪২) নামে এক প্রতারককে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৮জুলাই) দুপুরে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৯ হাজার টাকা, র্যাবের ১ সেট ইউনিফর্ম ও র্যাবের পোশাক পরিহিত ৩ টি ছবি উদ্ধার করা হয়। আটক কামাল হোসাইন চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার আনোয়ার মিয়ার ছেলে।

ছবি : র্যাব পরিচয়ে প্রতারণা করার সময় আটক কামাল হোসাইন
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার হবিগঞ্জকে জানান, গ্রেফতারকৃত কামাল হোসাইন দীর্ঘদিন ধরে র্যাব অফিসার পরিচয়ে প্রতারণা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।