হবিগঞ্জে রোটারি ক্লাব উত্তরা ও কমান্ড্যান মানিক চৌধুরী পাঠাগারের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, বাহুবল ও মিরপুর কাওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানিক চৌধুরী পাঠাগারে সভাপতি ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এই শীতবস্ত্র বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব উত্তরা প্রেসিন্ডেন্ট সামসূল ইসলাম করিম রকু, ফাস্ট প্রেসিন্ডেন্ট বিএম সুয়েব ইনন্জিনিয়া মুসারফ হুসেন। উত্তরা রোটারি বোর্ড মেম্বার সাখাওয়াত হোসেন খান।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও মানিক চৌধুরী পাঠাগারে প্রতিষ্টাতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আহবানে সাড়া দিয়ে হবিগঞ্জের শীতবস্ত্র বিতরণ করতে রাজি হন উত্তরা রোটারি ক্লাবে সভাপতি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। দিনের শুরুতে কেয়া চৌধুরী রোটারি ক্লাব উত্তরার নেতৃবৃন্দদের
নিয়ে শায়েস্তাগজ ও মিরপুর জামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেন। শীতার্থদের মধ্যে ১শ উন্নত মানের সুয়েটার ও ১শতটি কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন ও মিরপুর মাদ্রাসা প্রিনসিপাল মাওলানা মোতাহির আহমেদ সহ শিক্ষক বৃন্দ।
হবিগঞ্জের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা ঢাকা রোটারি ক্লাব অব উত্তরা প্রসিডেন্টসহ সকল রোটারিয়ান নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।