হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসন থেকে টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, এলাকার জনগণ অনেক আশা আকাঙ্খা নিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন।
নীতি আর্দশ ঠিক রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে জনগণের সেবার মনোভাব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। সেবা নিতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বুধবার (৯ ফ্রেবরুয়ারি) বিকেল ৩টায় আজমিরীগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের বিরাট ঈদগাহে নবনির্বাচিত চেয়ারম্যান মোবারুল ইসলাম এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান উপরোক্ত কথাগুলো বলেছেন।
এসময় এমপি মজিদ খান আরো বলেন, যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদেরকে অতি ধৈর্য্যর সাথে দায়িত্ব পালন করতে হয়। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং তাদের স্বাবলম্বী করার জন্য যে ব্যাপক পল্লী উন্নয়ন কাজ হাত নেওয়া হয়েছে সেগুলোকে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে।
কারণ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে হলে তৃণমূলের মানুষের জীবনমান উন্নত করতে হবে। আমি প্রত্যাশা করি নব-নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্খিত টেকসই উন্নয়ন ও সঠিক সেবা নিশ্চিত হবে এবং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।
চেয়ারম্যান মেম্বার ও মহিলা মেম্বার সকলে মিলিয়ে একটি পরিবার।সবাই মিলেই ইউনিয়নটাকে এগিয়ে নিতে হবে।
১নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মর্তুজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু কান্তি রায়, বদলপুর ইউনিয়ন চেয়ারম্যান সুসেনজিত চৌধুরী প্রমুখ