ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোপলিটন ইউনিভার্সিটি দক্ষ জনশক্তির পাশাপাশি উদ্যোক্তা তৈরীতে ভূমিকা রাখবে : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩১, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরী করার পাশাপাশি তাদের উদ্যোক্তা তৈরীতে ভূমিকা রাখবে। বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও তথ্য প্রযুক্তি খাত দিন দিন বিকশিত হচ্ছে।

লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থী তথ্য প্রযুক্তি খাত থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

এ ব্যাপারে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ঠ উদ্যোক্তা ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী অত্যন্ত আন্তরিক। অচিরেই আরও দুটি কম্পিউটার ল্যাব ও ১ টি ইনোভেশন ল্যাব যোগ হচ্ছে।

এ ল্যাবগুলো শিক্ষার্থীদের কোর্স কারিক্যুলামের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাপস তৈরী ও সফটওয়্যার ডেভেলপমেন্টে ভূমিকা রাখবে।

আমরা গতানুগতিক শিক্ষার বাহিরে মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে একটি ব্যাতিক্রমি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।‘

মঙ্গলবার (৩১জানুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাথে অন্যতম মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম রবি আজিয়াটা লিমিটেডের মালিকানাধীন বিডি অ্যাপস’র সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথা বলেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব বিজনেস এন্ড ইকনোমিকস্ এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজীর ডিন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, স্কুল অব ল এর ডিন শেখ আশরাফুর রহমান, আইকিইউসির অতিরিক্ত পরিচালক প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, প্রমূখ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার তারেক ইসলাম ও বিডি অ্যাপস’র পক্ষে রবি আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার সালেহ আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সিলেট বিভাগের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি হলো প্রথম কোনো প্রতিষ্ঠান যাদের সাথে বিডি অ্যাপস’র এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ মাহফুজুল হাসান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কাজী অহিদুজ্জামান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নাজিয়া সুলতানা চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান দেবাশিষ রায়, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রধান ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, আইকিওএসির অতিরিক্ত পরিচালক ড. রমা ইসলাম, পরিচালক (অর্থ) এনাম আহমেদ, প্রমূখ।

Developed By The IT-Zone