বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শামীমের বিরুদ্ধে তার পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ডের এক সদস্যকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই নারী সদস্য প্রথমে জেলা প্রশাসকের (ডিসি)’র দপ্তরে লিখিত অভিযোগ ও পরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
বিচারক সুদীপ্ত দাস অভিযোগটি আমলে নিয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। ওই নারী ইউপি সদস্যের অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। এরই মধ্যে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাহুবল উপজেলার ইজ্জতনগর গ্রামের মোঃ ইউনুস আলীর পুত্র ।
অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন প্রকল্প ও বিষয়াদি নিয়ে আলোচনার নামে চেয়ারম্যান মোহাম্মদ শামীম ওই নারী সদস্যকে পরিষদের খাস কামড়া ও তার বাড়িতে যাতায়াত শুরু করেন।
প্রতিবারের মত গত ১৯ নভেম্বর রাত ১১টায় নারী সদস্যের বাড়িতে যান আলাপচারিতার এক পর্যায়ে ঝাপটিয়ে ধরে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় ওই নারী ইউপি সদস্যের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান ইউপি চেয়ারম্যান শামীম।
ওই নারী ইউপি সদস্য দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, চেয়ারম্যান শামীম দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে যৌন
হয়রাণি করে আসছিলো। সময়ে-অসময়ে আকার-ইঙ্গিতে তাকে কূ-প্রস্তাব দেয়া হতো। চেয়ারম্যান শামীমের কূ-প্রস্তাবে রাজি না হওয়াতে অনেক প্রকল্প ও সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন নারী ইউপি সদস্য।
চেয়ারম্যান শামীমের যৌন হয়রাণির বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালেও কোন প্রতিকার না পেয়ে উল্টো মেরে ফেলার হুমকি পেয়েছেন তিনি। নারী ইউপি সদস্য দৈনিক আমার হবিগঞ্জ’কে আরও জানান, মাত্র কয়েক বছর আগে ট্রাক্টর চালিয়ে জিবিকা নির্বাহ করত চেয়ারম্যান শামীম।
সারাক্ষণ জামায়াত-শিবিরের লোকদের সাথে চলাফেরা থাকলেও অদৃশ্য কোন শক্তির ইশারায় রীতিমত হঠাৎ
জনপ্রতিনিধি হলে গেল সে। গত ইউপি নির্বাচনে তার নিজস্ব লোকবল ও আর্থিক সামর্থ্য না থাকলেও
কাবু করেছেন সাবেক দুইবারের চেয়ারম্যান এবং আওয়ামী মনোনীত সরকার দলের প্রার্থী সাইফুদ্দিন
লিয়াকতকে।
বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, নিজের
যোগ্যতার চেয়ে বেশী কিছু পেয়ে গেলে সেটা অবশ্যই সমাজের জন্য বিপদজ্জনক হয়ে দাঁড়ায়। মিরপুর
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শামীমের বিরুদ্ধে অতীথেও এ ধরনের অভিযোগ পেয়েছি।
তার পরকিয়ার বলি হয়ে এর আগে ধংস হয়েছে একটি পরিবার। কীটনাশক পান করে আত্মহত্যা করেছে এক
নারী। এগুলো তার নিত্য দিনের বিষয়।
এ ব্যাপারে নির্যাতিতার আইনজীবী মোল্লা আবু নঈম শিবলী খায়ের দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আইন সবার জন্য সমান, একজন নির্যাতিত নারীকে আইনী সহায়তা প্রদান করা আইনজীবী হিসেবে আমার দায়িত্ব।
অভিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘ওই নারীর সদস্য ইউনিয়নের একাধিক ব্যক্তির কাছ থেকে জন্ম নিবন্ধন ও বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। বিষয়টি জানার পর আমিসহ পরিষদের সবাই মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।