ঢাকাসোমবার , ৫ এপ্রিল ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মানিক চৌধুরী পাঠাগারে’র স্মৃতি’তে ৪ঠা এপ্রিল

দৈনিক আমার হবিগঞ্জ
এপ্রিল ৫, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :  একাত্তরের স্মৃতি বিজরিত ঘটনাসহ ৪ঠা এপ্রিল হবিগঞ্জ তেলিয়াপাড়া ঐতিহাসিক বৈঠকের স্মৃতি স্মরণে শ্রদ্ধা নিবেদন করলেন বীব মুক্তিযোদ্ধারা। মানিক চৌধুরী পাঠাগারে আলোচকরা সে-দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতির সূর্য সন্তানের বীরত্বগাথা আলোচনা তুলে ধরেণ। এই আলোচনা ছিলো বীর মুক্তিযোদ্ধাদের আবেগ মিশ্রিত শ্রদ্ধা। মানিক চৌধুরী পাঠাগারের দাতা/প্রতিষ্টাতা ও সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উদ্যেগে এ আলোচনায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা আছান উদ্দীন জামান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ বাবুল চৌধুরীর সহধর্মিনী নিলুফার সুলতানাসহ অনেকেই।

 

 

ছবি ; ৪ঠা এপ্রিল নিয়ে আলোচনা সভায় আলোচকবৃন্দ

 

 

এই সময় সিলেটের মহান মুক্তিযুদ্ধে কমান্ডেন্ট মানিক চৌধুরী একজন সম্মুখ যুদ্ধের যোদ্ধা হিসাবে যে বীরত্বের ইতিহাস রচনার করেছিলেন তা শ্রদ্ধার সহিত সকলেই স্মরণ করা হয়।

Developed By The IT-Zone