ঢাকামঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ

জাকির হোসেন,মাধবপুর
জানুয়ারি ৩, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে সরাইল-২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়,মঙ্গলবার (৩-জানুয়ারি) সকালে ধর্মঘর কোং সদর বিওপির নায়েক মোজাম্মেল হক এর নেতৃত্বে নিয়মিত একটি বিজিবি’র টহল দল ক্যাম্পের বিওপির গোপন সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-১৯৯৮ হতে ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়।

উদ্ধার করা এসব গাঁজার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার টাকা। সরাইল-২৫ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল আরমান আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

Developed By The IT-Zone