ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ৬ জুয়াড়ি আটক করেছে পুলিশ

জালাল উদ্দিন লস্কর
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরের হালুয়াপাড়া থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে । এসময় আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক জুয়াড়িরা হলো, আব্দুল জব্বারের দুই পুত্র মজিবুর রহমান, ও ছালু রহমান,ধন মিয়ার পুত্র গোলাপ খাঁ,আহাদ মিয়ার পুত্র লিলু মিয়া, আব্দুন নুর ফকিরের পুত্র আব্দুর রহমান ও আলী আসকরের পুত্র মাসুম খাঁ।

এদের সকলের বাড়ি আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামে। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান জুয়াড়িদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান পরিচালনা করেন এসআই আব্দুল কাদের ও এএসআই জিয়াউর রহমান।

Developed By The IT-Zone