মাধবপুর উপজেলার লক্ষীপুর গ্রামের নিকট প্রায় ৩০ বিঘা আয়তনের কৃষি জমি থেকে শ্যালো মেশিন দিয়ে অতিমাত্রায় গভীর গর্ত করে প্রায় কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। ওই জমি বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ ওরফে ঝাড় মিয়ার।
তিনি স্থানীয় কয়েকজন লোকের মাধ্যমে এখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করেন। উপজেলার লক্ষীপুর গ্রামের নিকটে কালিকাপুর মৌজায় অবস্থিত রয়েছে ওই জমিটি।
তথ্য পাওয়া যায়, বালু উত্তোলন করার কাজে চেয়ারম্যানের সহযোগী হিসেবে জড়িত রয়েছেন বাখরনগর গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র জাহাঙ্গীর আলম, একই গ্রামের মৃত জামসু মিয়ার পুত্র স্বপন চৌধুরী, কাওরা গ্রামের জিতু মিয়ার পুত্র রাজু মিয়া এবং একই গ্রামের মাসুক মিয়া।
ওই স্থান হতে উত্তোলনকৃত বালুর একাংশ সাহাবুদ্দিন চেয়ারম্যানের মালিকানাধীন ফতেহ গাজী ফিলিং স্টেশনের সন্নিকটে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্তুপ করে রাখা হয় বলে জানা যায়।
সরেজমিনে দেখা যায়, গ্রাম সংলগ্ন জমিটি ৪ ভাগে বিভক্ত। এর মধ্যে ৩টি ভাগ থেকে ইতিমধ্যেই ভূপৃষ্ঠ থেকে অনেক বেশি পরিমাণে গভীরতা তৈরি করে শ্যালো মেশিন দ্বারা বালু উত্তোলন করে বিক্রি করা হয়েছে। চতুর্থ অংশটি থেকে এখনো বালু উত্তোলন করা হয়নি তবে উত্তোলন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউ থেকেও বালু উত্তোলনের ফলে গভীর গর্ত তৈরি করার দৃশ্য দেখতে পাওয়া যায়। বালু উত্তোলন করার ফলে ওই ধানি জমি গুলি চিরতরে ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়েছে। অনিয়ন্ত্রিতভাবে উত্তোলন করায় এসব স্থানে মাছ চাষ করাও কঠিন হয়ে পড়বে।
স্থানটিতে অত্যন্ত গভীর গর্ত তৈরি হওয়ায় পার্শ্ববর্তী লক্ষীপুর গ্রামের বাসিন্দারা ভাঙনের ঝুঁকিতে পড়েছেন। ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক দুর্যোগে গ্রামের একাংশ যে কোন মুহূর্তে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামের বাসিন্দারা জানান, এখানে এভাবে গর্ত করে বালু উত্তোলন করতে নিষেধ দিলেও অগ্রাহ্য করা হয়। প্রভাবশালী এ চেয়ারম্যানের ভয়ে তারা অভিযোগ করতে পারছেন না। তাদের গ্রামের অনেক বাড়িই ভেঙ্গে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর, স্বপন রাজু ও মাসুক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা বালু উত্তোলন করে বিক্রি করার বিষয়টি স্বীকার করেন। মালয়েশিয়ায় অবস্থানরত চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই এলাকায় তার কয়েক বিঘা জমি রয়েছে।
এটা অনেক আগের, এখনকার খবর বলতে পারেন না। ওই জমিতে তিনি পুকুর করছেন তবে বেশি বিক্রি করা হয়নি। তিনি জানান ওখানকার বালু দিয়ে তার একটা জমি, পুকুর সহ আরো স্থান ভরাট করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হলে তিনি ব্যবস্থা নেবেন।