মাধবপুর উপজেলার হাইওয়ে রোডে গ্যাসফিল্ড নামক স্থানে রয়েল কোচ বাসের ধাক্কা ১ পথচারী নিহত হয়েছেন ।মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি রয়েল কোচ নামে বাসটি গ্যাস ফিল্ড নামক স্থানের কাছে সিরামিকস কোম্পানির এক পথচারী রাস্তার পাশে দাঁড়ানো ছিল এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো লোকটিকে ধাক্কায় দেয়ায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। তার তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা বাসটিকে আটক করে এবং পুলিশ কে খবর দেয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।