হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়নে অবস্থিত সোনাই নদী রাবার ড্যাম যেটি হবিগঞ্জ জেলার ভিতরে দর্শনার্থীদের নিকট মিনি কক্সবাজার নামে পরিচিত হয়েছে।
এই রাবার ড্যামে শুক্রবার ছুটির দিনে প্রায় কয়েক হাজার দর্শনার্থীরা এসে হাজির হন সোনাই নদী রাবার ড্যাম দেখতে । যেখানে ভারতের একটি অংশ থেকে স্বচ্ছ পানি গড়িয়ে পড়ছে। এরই মধ্যে এই রাবার ড্যামটি দর্শনার্থীদের কাছে মিনি কক্সবাজার হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে।

ছবি : মাধবপুরে সোনাই নদীর রাবার ড্যামে: দর্শনার্থীদের উপচে পড়া ভীড়
তবে দর্শনার্থীদের দাবি এই বিনোদন স্থানটিতে বিভিন্ন রকমের সৌন্দর্য্য বাহারের ডিজাইন করে সাজিয়ে ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাজ জানিয়েছেন দেশে মহামারি করোনা ভাইরাস এর কথা মাথায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। এবং সতর্কতা অবলম্বন করতে হবে সকল দর্শনার্থীদের।