ইয়াছিন তন্ময় : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে এস আই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেড় বছরের মাদক মামলায় সাজা প্রাপ্ত আাসামী মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আঃ জাহের এর পুত্র মোঃ শহিদ মিয়া (৪৫) ও সি আর মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র খোকন মিয়াকে গ্রেফতার করে।

ছবি : পুলিশের হাতে আটক সাজাপ্রাপ্ত ২ আসামী
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।