ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সাংবাদিকদের পিপিই দিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রাজিব

দৈনিক আমার হবিগঞ্জ
এপ্রিল ২০, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি  :  হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কর্মরত ২০ জন সাংবাদিককে ব্যক্তিগত সুরক্ষা সরমঞ্জাম (পিপিই)দিলেন আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিব। সোমবার (২০এপ্রিল) দুপুরে মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সেক্রেটারী সাব্বির হাসানের মাধ্যমে সাংবাদিকদের হাতে পিপিই পৌছে দেয়া হয়েছে।

ছবি : সাংবাদিক হামিদুর রহমানে হাতে পিপিই তোলে দিচ্ছেন প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ

গত ৮ ই এপ্রিল বাংলা টিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর মাধবপুর প্রতিনিধি মোঃহামিদুর রহমান করোনা পরিস্থিতিতে সংবাদ সংগ্রহে ঝুঁকি নিয়ে মাঠে মাধবপুরে কর্মরত সাংবাদিকরা কাজ করছে তার ব্যক্তিগত ফেইজবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। এটি নজরে আসে পার্শ্ববর্তী উপজেলা চুনারুঘাটের কৃতি সন্তান মাননীয় বিচারপতি আব্দুল হাই এর ছেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিবের। এরপর প্রেসক্লাবের নেতাদের সাথে যোগাযোগ করে ২০টি পিপিই সাংবাদিকদের মধ্যে বিতরণের জন্য পাঠিয়ে দেন।

এ সময় আরিফুল হাই রাজিব দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,এই করোনা দুযোর্গে মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা অনেক। চিকিৎসক,স্বাস্থ্য কর্মী ,পুলিশ,আইন শৃঙ্খলা বাহিনীর মতো সাংবাদিকদের সুরক্ষা দরকার। তারা ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করে। এ অনুভুতি থেকে পিপিই গুলো দেয়া হয়েছে।

Developed By The IT-Zone