জালাল উদ্দিন লস্করঃ হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ৪ টি মামলায় ৩ হাজার ৪ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৮জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মাধবপুর পৌর শহরে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৪ টি মামলায় ৩ হাজার ৪ শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।