ঢাকারবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সরকারি ট্রেনিং সেন্টারটি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত : সংস্কারের কোনো উদ্যোগ নেই

দৈনিক আমার হবিগঞ্জ
সেপ্টেম্বর ১২, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

হৃদয় এস এম শাহ্-আলম,মাধবপুর প্রতিনিধিঃ  হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দীর্ঘ দিন যাবত পরিত্যাক্ত ভাবে পড়ে রয়েছে সরকারের লক্ষ লক্ষ টাকায় বরাদ্দকৃত সরকারি ট্রেনিং সেন্টার ও রেস্ট হাউস।
রবিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়,ভবটির কাজ গত তিন বছরেরও বেশি হবে নির্মাণ করা হয়েছে। কিন্তু এতে কোনো রকমের সেবা মিলছে না সরকারি কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তাদের।

ছবি : দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে এই রেস্টহাউজ ও ট্রেনিং সেন্টারটি

বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে কথা হলে তারা জানান, এই ভবনটি মূলত তৈরি করা হয়েছে সরকারি বিভিন্ন কর্মকর্তা ও অতিথিগণদের রেস্ট হাউস হিসেবে ব্যবহারের জন্য। এমনকি উপজেলার বিভিন্ন ট্রেনিং করার জন্য। তবে ভবনটি বছরের পর বছর পড়ে থাকায় আমরা এখান থেকে কোনো সেবা পাচ্ছি না।
এই বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সাথে কথা হলে তিনি জানান,ভবনটি বেশ কয়েক বছর পড়ে থাকায় এটি ব্যবহারের অনুপযোগী এমনকি নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বিগত দিনে যারা এটির দায়িত্বে ছিলেন তাদের অবহেলায় রেস্ট হাউসটি আজ ধ্বংসের দ্বাপ্রান্তে । আমি খুব শীঘ্রই এই রেস্ট হাউসটি সংস্কার করার উদ্যোগ গ্রহন করব।

Developed By The IT-Zone