ঢাকাশনিবার , ৮ মে ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে র‌্যাব-এর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

দৈনিক আমার হবিগঞ্জ
মে ৮, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধিঃ   হবিগঞ্জ জেলার মাধবপুরের নোয়াহাটি এলাকা থেকে ২ হাজার ২শ ৪৮ পিস ইয়াবাসহ ১ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর একটি দল।
শুক্রবার (৭ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা সহ সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নোয়াহাটি এলাকা থেকে অভিযান পরিচালনা করে ২২৪৮ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মোঃ সুজন মিয়া (৩২) কে গ্রেপ্তার করে।
সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের- মোঃ আব্দুল হাশেম এর ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Developed By The IT-Zone