প্রায় ৩ কিলোমিটার রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য ছোট বড় খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও গর্ত এতোটাই গভীর যে, বৃষ্টিতে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে। সংস্কারের অভাবে বেহাল জগদীশপুর হতে রতনপুর গুরুত্বপূর্ণ রাস্তা । দৈনন্দিন ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া হতে খড়রা রতনপুর পর্যন্ত দীর্ঘ প্রায় ৩ কিলোমিটার এলাকায় রয়েছে তেমুনিয়া বাজার, জগদীশপুর জে,সি স্কুল এন্ড কলেজ রয়েছে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রয়েছে জগদীশপুর বাজার , রয়েছে উপজেলা ভুমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস, সৈয়দ সঙ্গঁদ উদ্দিন স্কুল এন্ড কলেজ নোয়াপাড়া বাজার, রেল স্টেশন, তাছাড়া রয়েছে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান যেখানে কর্মরত রয়েছে হাজার হাজার শ্রমিক, প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তায় যাতায়াত করে থাকেন ।
এ ছাড়াও এই রাস্তায় চলাচল করে অসংখ্য ট্রাক, যাত্রীবাহী গাড়ি, রিক্সা ও অটো । অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বর্তমানে চরম বেহাল দশা ।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, সাধারণের যাতায়াত করা দুষ্কর হলেও ভ্রূক্ষেপ নেই প্রশাসনের । খানাখন্দে ভর্তি রাস্তাটিতে হামেশাই ঘটছে দুর্ঘটনা দেখার যেনো কেউ নেই।
রাস্তা মেরামতের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ শাহ আলম জানান, রাস্তার টেন্ডার হয়েছে মাস কয়েক এর ভিতরে মেরামতের কাজ শুরু হবে।